মৌলভীবাজারে কবি,সাহিত্যিক ও লেখক পরিষদের সাহিত্য আড্ডা
প্রকাশিত হয়েছে : ৩:১৫:২৯,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৬০ বার পঠিত

শণিবার (২রা জানুয়ারি) বেলা ৩ টা হইতে রাত ৯ টা পর্যন্ত জেলার সকল সাহিত্যিকদের নিয়ে এক মনোজ্ঞ ও জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার প্রধাণ সম্পাদক, সংবাদ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এবং ঊষারবাণী ডট.কম পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ মোতাহের হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক, শিক্ষক ফোরামের সিনিয়র সহ সভাপতি ও নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ,কে,এম তাহিরুল হকের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলার সভাপতি বর্ষীয়ান সাংবাদিক বকসি ইকবাল আহমদ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক ও নতুন সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি, শিক্ষক ও কলামিস্ট মোঃ মুহিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ফোরামের জেলা সভাপতি রাশেদা বেগম, মৌলভীবাজার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সেফুল, পল্লী কন্ঠের সম্পাদক ও প্রকাশক সংগঠনের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি সংগঠনের সহ সভাপতি কবি বেলাল তালুকদার, দীপ্ত নিউজের সম্পাদক ও সংগঠনের যুগ্ম সম্পাদক দুরুদ আহমদ,সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক কবি ও ছড়াকার মুজাহিদুল ইসলাম ,দৈনিক আমাদের ফোরামের সম্পাদক ও প্রকাশক মোঃ দুদু মিয়া তানভির, সোনালীকন্ঠ মৌলভীবাজারের সম্পাদক মোঃ মেহরাজ আলী, কবি দেলোয়ার হোসেন, কলামিস্ট ফারুক আহমেদ প্রমুখ।

স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত ও উচ্ছ্বল আনন্দে উদ্বেলিত সাহিত্যিক আড্ডার প্রধান অতিথির বক্তব্যে জেলার বর্ষীয়ান সাংবাদিক ব্যক্তিত্ব বকসি ইকবাল আহমদ বলেন, এরকম সাহিত্য আড্ডা প্রতি মাসে অথবা তিন মাস পর আয়োজন করলে জেলায় নবীন সাহিত্যিক সৃষ্টি হবে এবং উদীয়মান সাহিত্যিকগণ প্রবীণদের কাছ থেকে নিজেকে শাণিত করতে সুযোগ পাবেন। জেলার সাহিত্য আড্ডাস্থল হবে নবীন প্রবীণ সাহিত্যিকদের মিলন কেন্দ্র।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, কবিতা আর দেবতা সৌন্দর্যের যেমন প্রকাশ, তেমনি সাহিত্য চর্চা সমাজের সকল অসঙ্গতি মানুষের কাছে প্রকাশের দর্পন। সাহিত্য প্রকৃতির কথা বলে, ধর্মের কথা বলে,প্রেমের কথা বলে এবং স্রষ্টা ও সৃষ্টিকে অনন্যরূপে আমাদের কাছে তুলে ধরে। জেলার সকল গুণীজন ও সাহিত্যিকবৃন্দকে শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আবার সাহিত্য আড্ডায় সবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Aa