কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড পেলেন আয়মান সাদিক
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:১৭,অপরাহ্ন ২৭ জুন ২০১৮ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে আনুষ্ঠানিকভাবে কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশি আয়মান সাদিক। লন্ডনের বাকিংহাম প্যালেসে মঙ্গলবার ‘কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। কমনওয়েলথ দেশগুলোতে অসাম্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়।
আয়মান সাদিক (২৫) বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ উন্নয়নে তার অসাধারণ অবদানের জন্য কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের চলতি বছরে এশিয়ার সেরা ৩০ উদ্যোক্তার তালিকায়ও নাম এসেছে আয়মান সাদিকের। অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠান টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে আয়মান সাদিক এবং পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘চেঞ্জ’ নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রধান সাজিদ ইকবাল (২৭) ফোর্বসের তালিকায় ওঠে আসা বাংলাদেশি দুই তরুণ উদ্যোক্তা।