রাজনগর বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৩৫,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই খুরশিদ ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহী…রাজিউন। মৃত্যুকালে তার বয়স ৩৮ বছর। তিনি পেটে ব্যথা ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সোমবার ১৯ আগস্ট রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পারিবারিক সূত্র জানিয়েছে, প্রায় ১ বছর পূর্বে ওই স্কুলে শিক্ষকতাকালীন সময়ে ক্যানসারে আক্রান্ত হলে ঢাকা পপুলার গিয়ে চিকিৎসা নেন। এখানে পূর্ণ চিকিৎসা নিয়ে ক্যানসার নির্মুল হলে বাড়ি ফিরে আসেন তিনি। পরবর্তীতে গত ১ মাস ধরে তার পেঠ ফাঁপা শুরু হলে ব্যথা অনুভুত হয়। পরে শনিবার ১৭ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার ছোট ভাই মুজিবুর রহমান জানান, তার পেঠ ব্যথা নিয়ে লিভারের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওই হাসপাতালে ভর্তি করিয়ে আলট্রাসনো,বায়োস্কপীসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তখন কিছুই ধরা পড়েনি। সোমবার রাতে তার শ্বাস কষ্ট ও পেঠে ব্যথা বেড়ে গেলে ডাক্তার খুজতে থাকি। তিনি কান্না বিজরিত কণ্ঠে ফুফাতে ফুফাতে এ প্রতিবেদককে বলেন, এ অবস্থায় রাতে আইসিইউতে বিশেষজ্ঞ না থাকায় তাদের অবহেলার কারণে আমার ভাইয়ের শেষ চিকিৎসাটা করাতে পারিনি। পরে শ্বাস কষ্ট ও পেঠে ব্যথা নিয়ে সোমবার রাত আড়াই-টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উদীয়মান তরুন ছাত্র-ছাত্রী গড়ার কারিগর আব্দুল হাই সিলেট এমসি কলেজ থেকে দর্শনে অনার্স মাস্টার্স শেষ করে প্রায় ৮/১০ বছর যাবৎ বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ভার নিয়ে কাজ করেছেন। তিনি শিক্ষকতাসহ সামাজিক কর্মকান্ড, স্কুলকে এমপিওভুক্তিসহ প্রতিষ্ঠান ও শিক্ষকদের দাবী দাওয়াতে মানববন্ধন সভা-সমাবেশে সোচ্চার ছিলেন।
গত ১৭ আগষ্ট তিনি তার ফেইসবুক পেইজের “আব্দুল হাই” নামক প্রোফইল থেকে সর্বশেষ একটি নিউজ পোষ্ট করেছেন। তার অকালে চলে যাবার বিষয়টি নিয়ে পুরো উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক-ছাত্র-ছাত্রীদের আলোচনা করতে দেখা যায়। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের ডাক্তার আব্দুল মনাফ এর পুত্র প্রয়াত আব্দুল হাই। ৭ ভাই বোনের মধ্যে বয়সে তিনি তৃতীয় ছিলেন। তার প্রথম জানাজা মঙ্গলবার দুপুর ২টায় বেড়কুড়ি হাইস্কুল মাঠে ও দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ৩টায় তার গ্রামের কামালপুর মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এসময় জেলা,উপজেলার প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক-ছাত্র,রাজনৈতিক ও সামাজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।