জুড়ীতে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রবের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৬:১২:২৫,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর, এনএসআই এর সাবেক ডাইরেক্টর ও বিডিআর (বর্তমান বিজিবি) এর সাবেক ডিডিজি জুড়ীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রব (এনডিইউ/পিএসসি) এর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিসেস আবেদা রব ও পরিবারবর্গের আয়োজনে এবং দারুল উলূম মাদরাসা ও এতিমখানার চেয়ারম্যান দুবাই প্রবাসী সৈয়দ আব্দুর রফিক নাজমুর সার্বিক সহযোগিতায় শুক্রবার ২৩ আগস্ট বেলা ২ টায় জুড়ীর বিশ্বনাথপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয় এই স্মরণসভা ও দোয়া মাহফিল। ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রব এর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাড়ীতে দিনব্যাপী কাঙ্গালী ভোজের আয়োজন ছিলো। শুক্রবার বাদ জুমা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশ্বনাথপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মুজাম্মেল হকের সভাপতিত্বে স্মরণসভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের ৫বারের চেয়ারম্যান মাসুক আহমদ, এডভোকেট আনোয়ারুল ইসলাম পারুল,জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, সিলেট সোসিও ইকোনোমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মঈন খাঁন বাবলু, মোঃ জালাল আহমেদ সামু, সৈয়দ আলতাফুর রহমান আলতাফ, শামীম আহমদ শাহীন, ছালিম উদ্দিন চৌধুরী, সাবেক শিক্ষক আব্দুস সহিদ, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মহসিন মুহিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ, আব্দুল কাদির দারা, আব্দুল মনাফ, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হাজী লাল মিয়া, জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নিপার রেজা, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মনজুরে আলম লাল, ইউনিসেফ পিএইচডি এর ফিল্ড কো-অর্ডিনেটর আনোয়ার জাহিদ, অধ্যাপক বদরুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, হাফিজ মাওলানা আহমাদ মায়মুন, হাফেজ কারী মনসুর আহমদ, ইংরেজী শিক্ষক শায়খুল ইসলাম শাকিল, মোহাম্মদ ইসলাম আশরাফ, বায়তুল কোরআন মদিনাতুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, কুইয়াছড়া হাফিজিয়া দাখিল মাদ্রার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুহিত, বিশ্বনাথপুর জামে মসজিদের ইমাম হাফেজ রায়হান আহমদ প্রমূখ। বক্তারা বলেন, নিবৃতচারী আব্দুর রব সাহেব কর্মময় জীবনে এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। তাছাড়া ধর্মীয় কাজে সব সময় নিবেদিত ছিলেন। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য, সাংবাদিকবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।