কুলাউড়ায় ইউএনও মোঃ আবু লাইছকে সম্মাননা স্মারক প্রদান
প্রকাশিত হয়েছে : ৬:৩১:৪৯,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু লাইছকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট রোববার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, মৌলভীবাজার জেলা গণফোরাম সহ সভাপতি মোতাহের হোসেন, সাবেক জেলা যুবলীগ নেতা বিমলেন্দু সেন কৃষ্ণ, কুলাউড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, ব্রাহ্মণবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন কমরু, এমপি মহোদয়ের প্রেস সহকারী এস আর অনি চৌধুরী ও এম জাবের হোসেন, কুলাউড়া ছাত্র কল্যাণ পরিষদ সভাপতি আব্দুল লতিফ, সহ সভাপতি শাহাদাত হোসেন, সোয়েব আহমদ, মহররম উদ্দিন মঞ্জু প্রমুখ। উল্লেখ্য, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু লাইছ অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিশেষ অধিকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর এমপির পক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।