কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে তিন স্কুলছাত্রসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গাজিপুর বনগাঁও গ্রামে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত একটি পাগলা কুকুর আক্রমণ চালিয়ে একই গ্রামের ৪ জনকে কামড়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, কুলাউড়া সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের শরীফ মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৪৫), আব্দুর রশীদের পুত্র মারওয়ার ইসলাম সিহাম (৮), মাহবুব মিয়ার পুত্র মেহেদী হাসান (১০) ও কামাল মিয়ার পুত্র রিয়াদ মিয়া (৭)। এ তিন শিশু স্থানীয় আলাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কুকুরের আক্রমণে ৪ জনের হাত, ঠোট, পায়ে এলোপাতাড়ি কামড় দিলে তারা গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ৪ জনের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় লোকজন এসময় পাগলা কুকুরটিকে পিঠিয়ে মেরে ফেলেছেন। এদিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার এক যুবককে পাগলা কুকুর কামড় দিয়ে আহত করার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি উপজেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর মোঃ নাসের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেদায়েত উল্লাহ বলেন, বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। পাগলা কুকুরকে জনতা মেরে ফেলেছে খুবই ভালো করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক বলেন, উপজেলা পর্যায়ে সরকারীভাবে কুকুরের ভ্যাকসিন দেয়া হয়না, জেলা পর্যায়ে তা দেয়া হয়। কুকুরে আক্রান্ত রোগীদের জন্য পরামর্শ হলো, আক্রান্ত স্থানে খুব ভালো করে কাপড় কাচার সাবান দিয়ে ভালো করে ধৌত করে পরিস্কার করে হাসপাতালে আসতে হবে। রোগীকে ভ্যাকসিন নেয়া আবশ্যক। প্রাথমিকভাবে অবস্থার উন্নতি না হলে তাকে জেলা সদর হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিন দেয়া হবে।