শিক্ষার্থীর বক্তব্যে মুগ্ধ হয়ে পুরস্কৃত করলেন পুলিশ সুপার ফারুক আহমেদ
প্রকাশিত হয়েছে : ৮:২৬:১৩,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) তার ব্যক্তিগত পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ আবু তালিব চৌধুরীকে এক সেট বই উপহার প্রদান করেন।
সোমবার ২৬ আগস্ট দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে তিনি আবু তালিব এক শিক্ষার্থীর হাতে একসেট বই তুলে দেন।
পুলিশ সুপার বলেন, আমি আবু তালিবের জন্য দোয়া করি সে যেন বড় হয়ে একজন আদর্শবান দেশপ্রেমি হয় এবং মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়, আমি তার সাফল্য কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি মোহাম্মদ সারোয়ার আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানজিলা সিদ্দিকা,মৌলভীবাজার মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, এশিয়ান টিভি ও মৌলভীবাজার ২৪ এর সম্পাদক ও মোঃ মাহবুবুর রহমান রাহেল।
আবু তালিবের পিতা মৃতঃ শফিকুর রহমান চৌধুরি ও মাতা সুফিয়া বেগম সে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়ক এলাকার বাসিন্দা। সে বড় হয়ে একজন ভালো মানুষ হতে চায় এবং দেশ এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়।
উল্লেখ্য শনিবার ২৪ আগস্ট মৌলভীবাজারে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনি অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে থেকে আবু তালিব বক্তব্য প্রদান করে, তার সুন্দর সাভলিল বক্তব্যে মুগ্ধ হয়ে পুলিশ সুপার মঞ্চে ঘোষনা করেন যে আবু তালিবকে একসেট বই তিনি উপহার দেবেন।