মৌলভীবাজারে হিন্দু কল্যাণ ট্রাস্টের জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৩০,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৪ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সৈয়ারপুরস্ত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে মন্দির ভিত্তিক শিশু গনশিক্ষা কার্যক্রম মৌলভীবাজারের সহকারি পরিচালক প্রবাল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুনুর রশিদ ।
ফিল্ড সুপার আজিজুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন , জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, প্রশিক্ষক কিশোর আচার্য, লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক চন্দন রায়। । আলোচনা সভা শেষে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন নিরঞ্জন গোস্বামী।