সুরমা ফিলিংয়ে আগুন, বড় ক্ষতি থেকে রক্ষা
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:২৩,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৯২ বার পঠিত
নিউজ ডেস্ক : অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নগরীর সোবহানীঘাটের সুরমা সিএনজি কনভার্সন এন্ড ফিলিং স্টেশন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ স্টেশনের কম্প্রেসার মেশিনে আগুন ধরে যায়। তাক্ষণিক দমকল বাহিনীর সদস্যরা সেখানে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মুজিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কম্প্রেসার মেশিনে বিদ্যুতের শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে আগুনে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে স্টেশনের ম্যানেজার তারেক আহমদ বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী আসার পর প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব বলা যাবে। তবে প্রাথমিক ভাবে আগুনে কম্প্রেসার মেশিন পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হতে পারে ধারণা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।