জুড়ী- জায়ফরনগর আ.লীগের কাঙ্খিত কাউন্সিল ৪ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ৪:৫৫:৪১,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৭ বার পঠিত

সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে দৌড়ঝাপ শুরু করেছেন বিভিন্ন পদের সম্ভাব্য প্রাথীরা। কাউন্সিলের সময় ঘনিয়ে আসায় প্রার্থী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণার পাশাপাশি সম্ভাব্য প্রাথীদের ছবি সম্বলিত বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। অনেক প্রার্থী মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি কাউন্সিলারদের বাড়ী বাড়ী রাত-বিরাতে হানা দিচ্ছেন। ভোটারদের মন জয় করার প্রাণান্তকর চেষ্টা করছেন। প্রার্থীদের সমর্থকরাও প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। দলীয় ঘরাণার বাহিরে অন্য দলের সমর্থক ও সাধারণ মানুষও তাদের পছন্দের প্রার্থীর জন্য গোপনে কাজ করছেন।
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীর মধ্যে আব্দুস ছালাম, জাকির আহমদ কালা ও আব্দুর রাজ্জাক রজাকের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির দ্বারা, আব্দুল লতিফ, মিজানুর রহমান খোকন, জামাল উদ্দিন, জায়েদ আনোয়ার চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর, আবুল হোসেন লিটন, আবু তাহের, মিলাদ চৌধুরী এর নাম শোনা যাচ্ছে।
দলীয় কাউন্সিলার ও সমর্থকরা জানান, কাউন্সিলে দুইশতাধিক ভোটার গোপন ভোটে নেতৃত্ব নির্বাচন করার কথা। তবে শেষ পর্যন্ত হয়তো সমঝোতার ভিত্তিতে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা হতে পারে।