কুলাউড়ায় সাবেক রাষ্ট্রপতি এচএম এরশাদ স্মরণে চেহলাম
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:২৭,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিত

শনিবার (৩১ আগস্ট) বিকেলে স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সদস্য, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক এম এ মালিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট তজমুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আফতাব উদ্দিন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুব সংহতির সহ সভাপতি সৈয়দ শফিক আহমদ,দপ্তর সম্পাদক শেখ আশরাফ উদ্দিন হিরু, কুলাউড়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মবশির আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি মুহিবুর রহমান লাল (মাস্টার), সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, জাতীয় পার্টির নেতা আব্দুস ছালাম নিয়াজি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ভাটেরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো, হিরা মিয়া (মেম্বার), বরমচাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, কর্মধা জাতীয় পার্টির আহবায়ক সোহাগ মিয়া, হাজিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কয়ছর আহমদ, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মেহেদি হাসান, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, কুলাউড়া পৌর যুব সংহতির আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব শাকিল আহমদ, কুলাউড়া ছাত্র সমাজের আহবায়ক তানজিল আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টিসহ জাতীয় যুব সংহতি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ।