
সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএসহ সিলেট বিভাগের ৪ জেলার জেলা প্রশাসকবৃন্দ ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা অনুষ্টানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্টানে অপর তিন জেলার আরো ৩জন সহকারী কমিশনার (ভূমি) কেও পুরস্কৃত করা হয়েছে।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অধিবাসী কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদিদ ২০১২ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্নের পর ৩৩তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৪ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর তিনি নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। সাদিউর রহিম জাদিদ সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।