গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন শাবি শিক্ষার্থী সাব্বির
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:২৫,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
ডেস্ক রিপোর্ট:: গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির ইসমাঈল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসমাঈল আগস্ট মাসের ১৯ তারিখে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার জন্মস্থান সিলেট সদরে।
বিভাগীয় প্রধান মো. জহিরুল ইসলাম বলেন, এটা নিঃসন্দেহ আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য আনন্দের। আমাদের বিভাগ থেকে এরকম কমপক্ষে ১০/১২ জন শিক্ষার্থী গুগল, ফেসবুক, আমাজনে কর্মরত আছে।
প্রসঙ্গত, মো. ইসমাঈল সাব্বির শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।