বড়লেখায় অন্তঃসত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ৩:৩১:১৪,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭২ বার পঠিত
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় ৬ মাসের অন্তঃসত্বা ইমা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়। নিহত ইমা উপজেলার গঙ্গারজল গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির বরথল গ্রামের ইসলামের উদ্দিনের মেয়ে ইমা বেগমের সঙ্গে প্রায় বছরখানে আগে সদর ইউপির গঙ্গারজল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের বিয়ে হয়। রবিবার দিবাগত রাতের খাবার খেয়ে ইমা বেগম স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে ইমার স্বামী ঘুম থেকে উঠে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর শোয়ানো অবস্থায় ইমার লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় স্বামী জামাল উদ্দিনকে জিজ্ঞাসাববাদের জন্য থানায় আনা হয়েছে।