কানাইঘাটে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানে সচেতনতা কর্মসূচী পালিত
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:২৯,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৮ বার পঠিত
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদানের লক্ষে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার দিঘীরপাড় ইউপি কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে ও ইউপি সচিব সজল কুমার দে এর পরিচালনা উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা (ভারপ্রাপ্ত) সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, ইউপি সদস্য গিয়াছ উদ্দিন, খসরুজ্জামান, বদরুল হক, তমিজ উদ্দিন, কয়ছর আহমদ, নাজির উদ্দিন, আবুল হোসেন, জসিম উদ্দিন, এবাদ উদ্দিন, সদস্যা হাসিনা বেগম, সব-বাহার বেগম, মাসুদা বেগম সহ বিভিন্ন ভাতাভোগী লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্ব ভাতা সহ সকল ভাতা ডিজিটাল পদ্ধতিতে প্রদানের জন্য মুলত এ সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
কানাইঘাটে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, ২২ ধারায় অপহরণকারীর আদালতে স্বীকারোক্তি
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এবং অপহরণকারী ইকবাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার অপহরণকারী ইকবাল আহমদ আদালতে ২২ ধারার জবানবন্দীতে অপহরণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার এসআই দেলোয়ার হোসেন।
জানা যায় কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপি’র বড়দেশ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৮ টায় কোচিং ক্লাশে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথের মধ্যে গোয়াইনঘাট উপজেলার টুকুরযন্ত্রা গ্রামের জালাল উদ্দিনের পুত্র বখাটে ইকবাল আহমদ অজ্ঞাত একটি অট্রোরিক্সা (সিএনজি) গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে মেয়েটির বাবা বিষয়টি জানতে পেরে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন দিন পর গত ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন কৌশলে মেয়েটি গোয়াইনঘাট থেকে উদ্ধার করে অপহরণকারী ইকবালকে গ্রেফতার করেন। জানা যায় বখাটে ইকবাল আহমদ পেশায় নলকুপের মিস্ত্রির কাজ করে।