এস.আই.ইউ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:০১,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৯ বার পঠিত
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সোমবার সিলেট সফরে এসেছিলেন। সোমবার সকালের ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেটে আসেন। প্রথমে তিনি বটেশ্বরে অবস্থিত জালালাবাদ ক্যান্টনমেন্ট সেনাননিবাসে যান। সেখান থেকে ফিরে এসে হযরত শাহজালালের (রহ.) মাজার পরিদর্শন করেন রবার্ট মিলার। এরপর সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বাসভবন পরিদর্শনে যান তিনি।
বিকেলে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন। মিলার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার এর সাথে দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।
আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে মার্কিন রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়র কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, কেন্দ্রীয় লাইব্রেরি ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মিলার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্ণারে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিকেল ৫টায় তিনি ক্যাম্পাস থেকে বিদায় নেন। এরপর সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় গমন করেন।
রবার্ট মিলারের সিলেট সফরকালে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) ডিসি আজবাহার আলী শেখ, এডিসি বিভূতি ভূষণ ব্যানার্জি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সেলিম মিঞা, সিলেট ইন্টরন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষিকেশ ঘোষ, মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান।