নিউজ ডেস্ক : মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার মিশন এলাকায় সোমবার ০২ রাত আনুমানিক ৯টায় চা শ্রমিক পরিবহনকারী একটি ট্রাক্টরের সাথে ট্রাকের সংঘর্ষে অজয় ভৌমিক (২৬) নামক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক চালক ও তাঁর সহযোগিকে আটক করেছে।
নিহত চা শ্রমিক অজয় উপজেলার লংলা চা বাগানের বাজারটিলা এলাকার মৃত সুবল ভৌমিকের ছেলে ও আহত সাধন তারাপাশা এলাকার বাসিন্দা।
জানা যায়, উপজেলার লংলা চা বাগান এলাকার বেশ কয়েকজন শ্রমিক লুহাইউনি হলিছড়া চা বাগানে দৈনিক চুক্তিতে শ্রমিকের কাজ করতেন। সোমবার হলিছড়া চা বাগানে কাজ শেষে রাতে ওই বাগানের ট্রাক্টরে করে কয়েকজন শ্রমিক বাড়িতে ফিরছিলেন। শ্রমিক পরিবহনকারী ট্রাক্টরটি ব্রাহ্মণবাজারের মিশন এলাকায় আসলে বিপরিতমুখী একটি ট্রাক (গাজীপুর-ট ০২-০৩৩১) ট্রাক্টরটিকে ডানে পাশে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা চা শ্রমিক অজয় ভৌমিক ঘটনাস্থলেই নিহত হন। এসময় সাধন তাতি নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। আহত সাধনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকের চালক আনোয়ার হোসেন ও তাঁর সহযোগি রাহী (২০) কে আটক এবং ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাকসহ চালক ও তাঁর সহযোগিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।