চাকুরিচ্যুত দুদক পরিচালক খন্দকার এনামুল কে জামিন দেননি হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৬:২২:০৩,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত
গত ২৩ জুলাই খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। তার আগের দিন রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেফতার করে দুদকের একটি দল। এরপর তাকে রমনা থানায় রেখে ২৩ জুলাই দুপুরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে দুদক যে অনুসন্ধান করছিল, তার দায়িত্বে ছিলেন এনামুল বাছির। সে অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন, বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এর পক্ষে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপও তিনি ফাঁস করে দেন। ডিআইজি মিজান দাবি করেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাছির যে ‘দুর্নীতিগ্রস্ত’, তা প্রমাণ করতেই এই কাজ তিনি করেছেন। অন্যদিকে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বাছির সব বানোয়াট বলেছিলেন।
আলোচিত ওই ঘটনার পর দুজনকেই সাময়িক বরখাস্ত করে নিজ নিজ প্রতিষ্ঠান। এরপর দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা গত ১৬ জুলাই দু’জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেফতার দেখিয়েছিল দুদক। যিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।