কোম্পানীগঞ্জে সড়কে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর
প্রকাশিত হয়েছে : ১১:১১:৪১,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুদরত উল্যাহ (৪০) নামের এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কের পাড়ুয়া এলাকায় ঘটনাটি ঘটে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরেরগাঁও গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র।
জানা গেছে, কোম্পানীগঞ্জ থানাবাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কুদরত উল্লাহ। পাড়ুয়া এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে কুদরত উল্লাহ সিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, কুদরত উল্লাহ একজন পাথর ব্যবসায়ী ছিলেন। তার দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।