কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রথমআলো বন্ধু সভার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৪৩,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
নাজমুল বারী সোহেল,কুলাউড়া : সারাদেশ ব্যাপী ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি। ভালোর সাথে আলোর পথে এই স্লোগানকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে কুলাউড়ার বন্ধুদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে।
৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে কুলাউড়া আলহেরা কেজি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ে আলোচনা ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নাজমুল বারী সোহেল ও উপদেষ্টা শহিদুল ইসলাম তনয় এর পরিচানায় বক্তব্য রাখেন আলহেরা কেজি স্কুলের অধ্যক্ষ মাসুক আহমেদ, বন্ধুসভার সাবেক সভাপতি কাওছার আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক সুহেল আহমদ যুগ্ম সাধারন সম্পাদক এনামুল আলম মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক বন্ধুসভার সহ সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু দফতর সম্পাদক মাহবুব আহমদ সদস্য সাগর প্রমুখ।