স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার ১/১১’র আলোচিত দুই কোটি টাকার চাঁদাবাজি মামলায় ১৬আসামীকে বেকসুর খালাস দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বাহাউদ্দিন কাজী। ২০১৭ সালের ২৭এপ্রিল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বাহাউদ্দিন কাজী নির্দেশনা পর ওয়ান ইলিভেনের নায়ক জেনারেল মইনের শ্যালক রেজা আহমদ বেনজির সহ ১৬জন আসামীর বিরুদ্ধে ২ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে আসামীদের অভিযুক্ত করা হয়। রেজা আহমদ বেনজির সহ ১৬জন আসামীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা সেই আলোচিত মামলা দীর্ঘ দিন চলার পর রায়ের অপেক্ষায় ছিল। মামলাটি শুনানি হলে রায়ের দিনক্ষণের অপেক্ষা করছেন উভয়পক্ষ। গতকাল ৮ সেপ্টেম্বর রবিবার মামলাটি প্রমানিত না হওয়ায় অভিযুক্ত ১৬আসামীকে বেকসুর খালাস দেন আদালতের বিজ্ঞ বিচারক।
মামলার এজহার সূত্রে জানা যায়,জেনারেল মইনের শাসন কালে ২০০৭-২০০৮ সালে তার স্ত্রীর বড় ভাই রেজা আহমদ বেনজির মৌলভীবাজার শাহ মোস্তফা রোডের অনেকটা বেপরোয়া হয়ে উঠেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর রাত অনুমান ৩ ঘটিকার সময় বেনজির উলেখিত মামলার আসামীদের নিয়ে শহরের বেরিরপারস্থ মামলার বাদী মোহাম্মদ মুজিবুর রহমান ও বড় ভাই সাবেক ব্রিটিশ কাউন্সিলর ও সিআইপি এম এ রহিমের নির্মাণাধীন এম.আর টাওয়ার-২ এর জায়গা দখল করেন। এ সময় তারা ১৭টি দোকানের সিমেন্ট, রড লুট করে নিয়ে যান। প্রায় ১বছর এই জায়গাটি দখলদারদের হাতে ছিল। তাৎক্ষণিক ভাবে বিষয়টি মৌলভীবাজার মডেল থানাকে জানালে প্রধান আসামী জেনারেল মইনের শ্যালক থাকায় ক্ষমতার দাপটে কোন মামলা নেয়নি পুলিশ।
পরবর্তীতে ২০০৮ সালের ৩০ মে অনুমান রাত ৮টায় মামলার আসামীরা সবুজবাগ এম আর টাওয়ার-১ এর সামনের রাস্তা থেকে মামলার বাদী মুজিবুর রহমানকে অপহরণ করে বেনজীরের শাহ মোস্তফা রোডের বাসায় আটকিয়ে রাখে। কিছু সময় পর আসামীরা ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। অন্যতায় বাদীকে প্রাণে হত্যার হুমকি দেয়। হত্যার ভয়ে রফা দফার পর বাদী প্রাণ বাঁচাতে ২ কোটি চাঁদা দিতে রাজি হন। পরে রেজা আহমদ বেনজির নেতৃত্বে মুজিবুর রহমানকে সিলেট এইচ.এস.বি.সি ব্যাংক নিয়ে গেলে তিনি সেখান থেকে ৫০ লক্ষ টাকা নগদ তুলে তাদের হাতে দেন। পরবর্তীতে মৌলভীবাজার এসে প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখা থেকে পৃথক পৃথক চেকে বিভিন্ন জনের নামে আরও ১কোটি ৪৭ লাখ ৮১ হাজার ২৫০ টাকা দেয়া হয়। সর্বমোট রেজা আহমদ বেনজিরকে ১কোটি ৯৭লাখ ৮১হাজার ২শত ৫০টাকা চাঁদা দেন।
ওয়ান ইলিভেনের তত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালে নির্বাচনে গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সিআইপি রহিমের ভাই মুজিবুর রহমান বাদী হয়ে একই বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় ২০০৯ সালের ১৫অক্টোবর রেজা আহমদ বেনজিরকে প্রধান আসামী সহ মোট ১৬জনের বিরুদ্ধে আসামী করে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৬৪/৩৮৬/৩৭৯/