সিলেটের ৬ জনসহ বদলি হলেন ৫৩ বিচারক
প্রকাশিত হয়েছে : ৬:২৪:১৩,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩০২ বার পঠিত
নিউজ ডেস্ক : নিম্ন আদালতের শীর্ষ তিন পদে সিলেটের ৬ জনসহ মোট ৫৩ বিচারককে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ২৬ জেলা জজ, ১৩ অতিরিক্ত জেলা জজ ও ১৪ যুগ্ম জেলা জজ বা সমমর্যাদার বিচারক। এ বিষয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব (প্রশাসন-১) শেখ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিম্ন আদালতের শীর্ষ তিন পদে বদলি হওয়া সিলেটের ৬ জন হলেন- জেলা ও দায়রা জজ এম রাশেদুজ্জামান রাজা, নতুন কর্মস্থল- চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বিশেষ জজ আদালত নং-৬ ঢাকা; বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান, নতুন কর্মস্থল মহানগর দায়রা জজ, চট্টগ্রাম; যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম শায়লা শারমিন, নতুন কর্মস্থল যুগ্ম জেলা ও দায়রা জজ, বরিশাল; অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নতুন কর্মস্থল- জেলা ও দায়রা জজ বরিশাল; যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, নতুন কর্মস্থল- বিচারক (জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চাঁদপুর; যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাহেদুল করিম, নতুন কর্মস্থল- যুগ্ম জেলা ও দায়রা জজ, চাঁদপুর।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করেছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।