কমলগঞ্জে কুপিয়ে একজনকে হত্যা, আটক ২
প্রকাশিত হয়েছে : ৪:০২:০৭,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩২২ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপরে দায়ের কুপে জাহিদ হাসান (২৩) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। সে পদ্মছড়া চা বাাগানের রমজান আলীর ছেলে। পুলিশ রাতেই দুইজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানের ফাঁড়ি বাগান পদ্মছড়া চা বাগানে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া বাগানের ৪নং সেকশনের আনন্দ মুন্ডার ছেলে চা শ্রমিক আপন মুন্ডা (২৬) এর সাথে সাথে কয়েকদিন পূর্বে মোটর সাইকলে নিয়ে ৪নং সেকশন দিয়ে যাবার পথে একই বাগানের রমজান আলীর ছেলে চা শ্রমিক জাহিদ হাসান (২৩) এর গরু নিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দিয়ে গরুকে আঘাত করলে তখন উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রোববার বিকাল সাড়ে ৪টায় জাহিদ হাসান গরু নিয়ে বাড়ির ফেরার পথে পূর্ব হতে উৎপেতে থাকা আপন মুন্ডা ওরপে দীপন (২৬) ও আবু রবিদাস (২০) তার উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাহিদ হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক সামসুদ্দীন আহমদ তাকে মৃত ঘোষনা করে।
এদিকে রোববার রাত ৯টায় স্থানীয়দের সহযোগিতায় মাধবপুর ইউনিয়নেসর লঙ্গুরপার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে পদ্মছড়া চা বাগানের আনন্দ মুন্ডার ছেলে আপন মুন্ডা ওরপে দীপন ও জগরু রবিদাসের ছেলে আবু রবিদাসকে আটক করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের লাশের ময়না তদন্তের জন্য সোম সকালে মৌলভীবাজার মর্গে প্রেরণ হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।