‘অপরাধ নির্মূল পদক্ষেপে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি’-জাসদ সভাপতি
প্রকাশিত হয়েছে : ১২:১২:৫৭,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬০ বার পঠিত
ঊষারবাণী ডেস্ক : বাংলদেশ জাসদ এর সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, ক্যাসিনো, জুয়া, বার, মদসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এতে দেশের জনগণের সমর্থন আছে। প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণ আশাহত হবে। এই কার্যক্রমকে আমরা সমর্থন করি না। গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, আমি ক্যাসিনো, মদ, জুয়া, ঘুষ-দূর্নীতি ও মাস্তানদের অবাধ পদচারণা কখনো সমর্থন করি না। মদ, জুয়া ও দুর্নীতি নিয়ন্ত্রণে দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই। আর তা করতে না পারলে দেশে আইনের শাসন মূখ থুবড়ে পড়বে। এতে দেশে ক্রমান্বয়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, মাদক দ্রব্যের সহজলভ্যতা কারণে দেশে সহিংসতা, উগ্রতা, নাশকতা-নৃশংসতা, হিংসা ও বিদ্বেষ, গুম, খুন, জখম, চুরি, ডাকাতি, রাহাজানি, নারী নির্যাতন ও এসিড নিক্ষেপের মতো অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে।