‘ঊষারবাণী ডট কম’ পরিবারের পক্ষ হতে শারদীয় দুর্গাপুজায় শুভেচ্ছা বার্তা
প্রকাশিত হয়েছে : ৭:২৭:১৪,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যি জানান দিচ্ছে ঠাকুরঘরে উদ্ভাসিত মৃন্ময়ী রূপ প্রতিমাবরণ। চিন্ময়ী আনন্দরূপিণীর বোধন হয়েছে গতকাল। শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব।
কৈলাসশিখর ছেড়ে পিতৃগৃহে আসা মা দুর্গার অকালবোধন হয়েছে। আকাশে-বাতাসে এখন শারদ উৎসবের বিন্দাস শিহরন। শিল্পী তার তুলির নিপুণ আঁচড়ে বর্ণাঢ্য বিভায় উদ্ভাসিত করে তুলেছে মহিষাসুর মর্দিনীকে। কুমারটুলি থেকে প্রতিমার অধিষ্ঠান হয়েছে মণ্ডপে। বোধনে খুলে গেছে তার আয়ত চোখের পলক। অসুর বধে চক্র, গদা, তির, ধনুক, খড়গ-কৃপাণ-ত্রিশূল হাতে মাতৃরূপেণ দেবী হেসে উঠেছেন। ধূপের ধোঁয়ায় আজ সায়ংকালে ঢাক-ঢোলক-কাঁসর মন্দিরার চারদিক কাঁপানো নিনাদ আর পুরোহিতদের জলদকণ্ঠে : ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ’ মন্ত্রোচ্চারণের ভেতর দূর কৈলাস ছেড়ে মা পিতৃগৃহে আসবেন ঘোটকে চড়ে।
সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা শুরু হয়েছে দেশ জুড়ে। নানা উৎসব,সাজ সজ্জা আর আনন্দের মধ্যদিয়ে প্রতিবারের মত বিশ্বজুড়ে পালিত হচ্ছে এ ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের সনাতন ধর্মীয় সর্ববৃহত উৎসব শারদীয় দুর্গোৎসব সমাজের আনন্দের ও মহামিলনের এক সেতুবন্ধন। সফল হোক শারদীয় দুর্গা পুজা, প্রতিষ্ঠিত হোক সমাজের সর্বস্তরে শান্তি। আমাদের জন্মভূমি কুলাউড়া সহ দেশের সর্বস্তরের হিন্দু ধর্মালম্বীদের ঊষারবাণী ডট কম পরিবারের পক্ষ হতে জানাই শারদীয় শুভেচ্ছা।
গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।
শুভকামনায় :
মাহবুব মোরশেদ
সম্পাদকমন্ডলীর সভাপতি, উষার বাণী ডট কম
সদস্য, বাংলাদেশ আওয়ামিলীগ,কেন্দ্রীয় উপকমিটি।
মোহাম্মদ মোতাহের হোসেন
সম্পাদক ও প্রকাশক, ঊষারবাণী ডট কম
সভাপতি, হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা।