রংপুরে ১০১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ, সাদ এরশাদ এগিয়ে
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৪৬,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিত
ডেস্ক নিউজ : রংপুর সদর-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। ১৭৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হওয়ায় দ্রুত ফলাফল পাওয়া যাবে বলে জানান রিটার্নিং অফিসার সাহাতাব উদ্দিন।
সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট কেন্দ্র ১৭৫ টির মধ্যে ১০১টি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মহাজোট প্রার্থী (জাতীয় পার্টির) সাদ এরশাদ লাঙ্গল প্রতীক পেয়েছে ৩২ হাজার ৪শ ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান ধানের শীষ পেয়েছেন ৯ হাজার ৯২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আসিফ মটরগাড়ী প্রতীক পেয়েছেন ৮ হাজার ৮শ ৩ ভোট।
রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এক হাজার ২৩ জন এবং দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার কাজ করছেন।
১৭৫টি কেন্দ্রের মধ্যে রংপুর মহনগরের ৪০টি ও সদর উপজেলায় নয়টি। মোট ১ হাজার ২৩টি গোপন কক্ষে ভোটগ্রহণ করা হয়েছে। এ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন।