উন্নয়নের সঙ্গে দুর্নীতিও পাল্লা দিয়ে বাড়ছে : রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ৬:০৪:১১,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০৬ বার পঠিত
বুধবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যাবে। এটা নিয়ে কোন সন্দেহ নেই।
জনপ্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আপনারা যারা জনপ্রতিনিধি, জনগণ অনেক আশা করে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যার যার অবস্থান থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাদের কথা শুনবেন। যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করবেন। নির্বাচনে পাস করার পরই যেন চেহারা পাল্টে না যায়, স্বরূপ বদলে না যায়। রাজনীতিবিদদের জন্য প্রতিটি দিনই যেন নির্বাচনের দিন হয়। এতে জনগণের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক আরো গভীর হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাড়াইল উপজেলা সদরে ‘স্বাধীনতা ৭১’ ভাস্কর্য উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা বারের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান, বিকালে শহরের শ্যামসুন্দর আখড়া পরিদর্শন ও সন্ধ্যায় সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।