এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন
প্রকাশিত হয়েছে : ৬:২১:২৬,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০৯ বার পঠিত
এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে তিনি শপথ গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।