এসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১১:১১:৪৫,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫৮ বার পঠিত
ঊষারবাণী ডেস্ক : বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০১৯ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।
চলতি বছরের এপ্রিলে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ১৬, ১৭ ও ১৮ জুন পরীক্ষা হয়।
১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। এরপর ১৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষ ১৮ জুন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার ফল বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) প্রকাশিত হয়েছে।