আবরার হত্যাকাণ্ড : সিলেট থেকে মাজেদুল গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:২৬,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফাহাদ হত্যা মামলায় বুয়েট শিক্ষার্থী মাজেদুল ৮ নম্বর আসামি।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাজেদুল বুয়েটের এমএমই বিভাগ, ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
ডিএমিপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান মাজেদুলের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় গতকাল নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে।