কমলগঞ্জে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:০১:০৫,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি:: সহকারি প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় এর মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স (২০১৮-১৯) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ হল কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। প্রশিক্ষণে ২০টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৩ জনকে ৬০জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে।