চালিবন্দর থেকে ‘তীর শিলং’ খেলা থেকে তিন জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ৪:১৪:০৯,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
ঊষার বাণী ডেস্ক : নগরীর চালিবন্দর রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের গলি থেকে ‘তীর শিলং’ খেলারত অবস্থায় তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে টোকেনসহ জুয়া খেলার সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- ১। সামছুল হক (৫০), পিতা- মৃত কুটু মিয়া, মাতা-আনছারুন নেছা, স্থায়ী : গ্রাম- মাছিমপুর (দোয়েল-৭), উপজেলা – সিলেট সদর (কোতোয়ালী), সিলেট, ২। মনসুর ভুইয়া (৩৫), পিতা- মমতাজ উদ্দিন ভূইয়া, মাতা- আছিয়া বেগম, সাং- মধ্যম বালিয়া, ডাক- ফরকাবাদ, থানা- চাঁদপুর, জেলা- চাঁদপুর, বর্তমানে- বাসা নং- স্মৃতি-০৯, কাজিরবাজার, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ৩। সেলিম আহমদ (৩২), পিতা- বাবুল মিয়া, মাতা- জায়েদা বেগম, সাং- বাসা নং- ৭২, ব্লক-এ, ঘাসিটুলা, থানা- কোতয়ালী, জেলা- সিলেট।
এ তিনজনের মধ্যে সামছুল হক ও মনসুর কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত জুয়া আইনের মামলার আসামি। তাদের বিরুদ্ধে এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা।