কোম্পানীগঞ্জে ২টি বোমা মেশিন জব্দ এবং ২২টি শ্যালো মেশিন ধ্বংস
প্রকাশিত হয়েছে : ৪:২০:৫৪,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
ঊষার বাণী ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বোমা মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২টি বোমা মেশিন জব্দ এবং ২২টি শ্যালো মেশিন ভাংচুর ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া অবৈধভাবে পাথর বহনের কাজে ব্যবহৃত ১৬টি ট্রাক্টর গাড়ির চাকা নষ্ট করে বিকল করে দেওয়া হয়।
চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকৈ বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমসহ থানা পুলিশের একটি দল ও বিজিবি সদস্যদের অংশগ্রহণে যৌথ টাস্কফোর্স এর মাধ্যমে এ অভিযান চালানো হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।