কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন নেতা আমির হোসেন সিদ্দিকী (জসিম) কে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১১:৫২:১৩,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৮২৩ বার পঠিত
কুলাউড়া পৌর প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরাম, ভুকশিমইল এর পক্ষ থেকে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, কাতার এর সহ–সভাপতি ও পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন এর পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন সিদ্দিকী (জসিম) কে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২২অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় কুলাউড়া পৌরশহরের আমেনা মিষ্টিঘরে সকাল ১১ ঘটিকার সময় উক্ত সংবর্ধনা অনুষ্টান অনৃুষ্ঠিত হয়।
ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি অলিউর রহমান ইমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও কুষক বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি ও ভাসানী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মোতাহের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও কুষক বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সহ–সভাপতি আফতাব উদ্দিন আহমদ, উনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরাম এর সহ–সভাপতি আব্দুস শুকুর, সহ–সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবেদুল ইসলাম ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।