কুলাউড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত
প্রকাশিত হয়েছে : ১:৪২:০০,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির ঘোষণা করেছেন । এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এমপিওভুক্ত হয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬টি,মাধ্যমিক বিদ্যালয় ২টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১টি, ডিগ্রি কলেজ ১টি, দাখিল মাদ্রাসা ২টি, আলিম মাদ্রাসা ২টি ও ফাজিল মাদ্রাসা ১টি সহ মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ২ হাজার ৭শ’ ৩০টি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯৯৫টি মাধ্যামিক বিদ্যালয়, ৯৩টি কলেজ, ৫৬টি ডিগ্রি কলেজ, ৫৫৭টি মাদ্রাসা এবং ৫২২টি কারিগরি শিক্ষা ইনস্টিটিউশন রয়েছে।
শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মঞ্চে উপস্থিত ছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কুলাউড়ার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো –
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ‘ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়’, ‘সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ‘লংলা উচ্চ বিদ্যালয়, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়, লংলা পাল্লাকান্দি উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয় : শাহজালাল উচ্চ বিদ্যালয়, সিংগুর উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক কলেজ :ভূকশিমইল স্কুল এন্ড কলেজ।
দাখিল মাদ্রাসা : বরমচাল হযরত খন্দকার (রহ.) দাখিল মাদ্রাসা, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা।
আলীম মাদ্রাসা : রবিরবাজার দারুস সুন্নাহ আলীম মাদ্রাসা, ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসা,।
ফাজিল মাদ্রাসা : মনসুর মোহাম্মদীয় সিনিয়র ফাযিল মাদ্রাসা ।
এ দিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।