বিশ্বকবির কুলাউড়া আগমনের শতবর্ষ পূর্তি উদযাপিত হচ্ছে !
প্রকাশিত হয়েছে : ৬:৩২:৩০,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬১৭ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সিলেট সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট এসেছিলেন। পথিমধ্যে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন। তাই কবিগুরুর পদধুলোয় ধন্য কুলাউড়ায় ঐতিহাসিক ৪ নভেম্বরের স্মৃতিচারনের জন্য সাড়ম্বরে উদযাপন হবে দিনটি।
তাই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান কুলাউড়ায়ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে ৪ নভেম্বর (সোমবার )দিনব্যাপী “রবিরাগ” অনুষ্ঠানমালার আয়োজন করেছে উদযাপন কমিটি। সাবেক সচিব মো. আব্দুর রউফ কে আহ্বায়ক করে অনুষ্ঠান বাস্তবায়নে ইতোমধ্যে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
২ নভেম্বর শনিবার বিকেলে পৌর শহরের দক্ষিণবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উদযাপন পরিষদের আহবায়ক, ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সচিব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে কুলাউড়ায় কর্মরত কিছু সংখ্যক সাংবাদিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় উদযাপন কমিটির আহবায়ক মো. আব্দুর রউফ বলেন, আয়োজক কমিটিতে থাকা এক প্রবীণ সাংবাদিককে স্থানীয় সকল সাংবাদিকদের সমন্বয় করতে দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তুু তিনি দায়িত্বপালনে ব্যর্থ হওয়ায় ফের মতবিনিময় সভা করতে হচ্ছে। আয়োজক কমিটির পূর্বের সকল ভুলত্রুটি ভূলে গিয়ে এই শতবর্ষপূর্তি অনুষ্ঠান সফল করতে গণমাধ্যমকর্মীদের সর্বাত্বক সহযোগিতা চাওয়া হয়েছে।
তবে গুটিকয়েক সাংবাদিকদের নিয়ে দায়সারা ভাবে মতবিনিময় সভা করেছের উদযাপন কমিটি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট বুদ্ধিজীবী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।