যোগ্যতা অর্জনকারী প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে – পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:২৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৭ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, যোগ্যতা অর্জনকারী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করবে এ সরকার। শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করতে আ’লীগ সরকার নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছে। এ কলেজকে দ্রুত সময়ের মধ্যে ডিগ্রী পর্যায়ে উন্নীত করা হবে।
তিনি গত শনিবার বড়লেখা উপজেলার সুজানগর পাথারিয়া কলেজের নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গভর্ণিংবডির সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ সুজানগর পাথারিয়া কলেজকে ইভটিজিং মুক্ত শিক্ষাঙ্গন হিসেবে ঘোষণা দেন। এ ঘোষণার বাস্তবায়নে তিনি কলেজ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
গভর্ণিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুন চক্রবর্ত্তী, ফুলতলা শাহ নিমাত্রা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, কলেজের আজীবন দাতা সদস্য সফিক উদ্দিন, প্রভাষক নিয়াজ উদ্দীন, আব্দুল হান্নান, গভর্ণিংবডির সদস্য ইমরুল ইসলাম লাল প্রমুখ।