‘ভারতে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে পাকিস্তান’
প্রকাশিত হয়েছে : ৩:৫৬:২০,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ২৬৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে দূষিত বাতাস ছেয়ে গেছে। আর এর দায় পাকিস্তান এবং চিনের উপর চাপালেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা। তিনি বলেন, ভারতকে দেখে ঘাবড়ে গিয়ে চিন আর পাকিস্তানই দেশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে।
পশ্চিমা বাতাসের কারণে গতকাল থেকে একটু একটু করে দূষণের চাদর সরতে শুরু করেছে দিল্লির উপর থেকে। তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজধানীর দূষণ নিয়ে রাজনীতিকরাও পরস্পরকে দোষারোপ করে যাচ্ছেন।
তার মধ্যেই মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে বিনীত আগরওয়াল সারদা বলেন, যে বিষাক্ত হাওয়া বইছে, যে বিষাক্ত গ্যাসে ঢেকে গিয়েছে চারিদিক, হতে পারে কোনও পড়শি দেশ ছড়িয়ে দিয়েছে। আমাদের যারা ভয় পায়, তারাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমার তো মনে হয় চিন এবং পাকিস্তানই আমাদের ভয় পায়।পাকিস্তান ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত বলেও মত তার।
দ্বিতীয় বার নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি জোট সরকার গড়ায় পাকিস্তান আরও ঘাবড়ে গিয়েছে, তাই এই ধরনের আচরণ করছে বলেও দাবি করেন বিনীত।