‘বাংলাদেশ টাইগার্সের’ কোচিং প্যানেলে থাকছেন যারা
প্রকাশিত হয়েছে : ১০:২৭:০৭,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
‘বাংলাদেশ টাইগার্সের’ পরিচর্যার দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি মিলিয়ে ৯ জন কোচ। এমনটি জানিয়েছেন ‘বাংলাদেশ টাইগার্সের’ চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
বাংলাদেশ টাইগার্স কোচিং প্যানেলের নেতৃত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন ফয়সাল হোসেন ডিকেন্স ও কুকি প্যাটেল । বোলিং কোচ হিসেবে থাকছেন চম্পাকা রামানায়েকে। স্পিন কোচ হিসেবে থাকছেন মো.সোহেল।
ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদ ও আসিক মজুমদার। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক পেসার তালহা জুবায়ের ও নাজমুল হাসান। কিপিং কোচ এবং ভিডিও অ্যানালিস্ট হিসেবে থাকছেন নাসির আহমেদ নাসু। ট্রেনার হিসেবে থাকছেন ইয়াকুব চৌধুরী।
এছাড়া ফিজিও থেরাপিস্ট হিসেবে থাকছেন মুজাদ্দেদ আলফে সানি। লজিস্টিক হিসেবে থাকছেন সজল আহমেদ চৌধুরী।
‘বাংলাদেশ টাইগার্সের’ প্রথম ক্যাম্প শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে ১১ দিনের ক্যাম্পটি শেষ হবে আগামী ৭ মার্চ।