ভাটেরায় মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্ট এর ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:৪০:৩৪,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০২২ | সংবাদটি ২৬০ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা মাঠে মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ২য় বারের মত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। ভাটেরা, বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নের সহস্রাধিক লোকজন এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে রোগীদের ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ বিতরণ হয়েছে।
২৫ শে অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রী মেডিকেল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
সকাল ১১টায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। ট্রাস্টের চেয়ারম্যান জুবায়ের সিদ্দিকী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদের পরিচালনায় এসময় অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যাক্ষ সিপার উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী শেফুল, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকারিয়া, ও ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন প্রমুখ।
জনাব জুবায়ের সিদ্দিকী সেলিম বলেন, আমার পিতা ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মরহুম হাজী আকমল সিদ্দিকীর স্মরণে আমরা চার ভাই মানবতার কল্যানে কাজ করছি ও আগামীতেও করে যাব ইনশাল্লাহ।
আমার বাবা যে ভাবে আজীবন মানবতা্র কল্যানে কাজ করে গেছেন আমরাও আজীবন জনকল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।