ভাটেরার কৃতি শিক্ষার্থী শরিফুল ইসলামা রাহেল ডাক্তার হতে চায়
প্রকাশিত হয়েছে : ১২:০১:০০,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ৬৬৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলার ভাটেরার কৃতি শিক্ষার্থী শরিফুল ইসলাম রাহেল এইচএসসি ২০২২ এর ফলাফলে সকল বিষয়ে জিপিএ ৫.00 সহ গোল্ডেন জিপিএ ৫.00 পেয়েছে। সে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উপরোক্ত ফলাফল অর্জন করে।
শরিফুল কুলাউড়ার ভাটেরা ষ্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মাইজগাও গ্রামের বাসিন্দা মোঃ মনসুর আহমদ সুলতান ও মোছাম্মাৎ নার্গি স সুলতানা নাসিমা দম্পতির জৈষ্ঠ্য সন্তান , ভাটেরার কৃতি সন্তান সাবেক সচিব এ.এইচ মোফাজ্জল করিমের নাতি এবং সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের বিশিষ্ঠ্য চিকিৎসক ডাঃ সাইদ এনাম ওয়ালিদের ভাতিজা।
উল্লেখ্য, শরিফুল বিগত এসএসসি ও জেএসসি ফলাফলেও গোল্ডেন জিপিএ ৫.০০ অর্জন করেছিল। বড় হয়ে শরিফুল ডাক্তার হবার ইচ্ছা এ প্রতিবেদকের কাছে প্রকাশ করেছে। তার মা বাবা মোঃ মনসুর আহমদ সুলতান ও মোছাম্মাৎ নার্গি স সুলতানা নাসিমা সকলের কাছে সন্তানেv জন্য দোয়া চেয়েছেন।