কুলাউড়ার হিঙ্গাজিয়া এলাকায় সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১:২০:২৬,অপরাহ্ন ১৫ মার্চ ২০২৩ | সংবাদটি ২২৩ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয় এলাকায় সরকারী রাস্তার জায়গা জবরদখল পূর্বক রাতের আধারে বাড়ীর সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির প্রতিকার লাভের উদ্দেশ্যে ভূক্তভোগী এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়া, সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়া, অফিসার ইনচার্জ কুলাউড়া, চেয়ারম্যান ব্রাহ্মনবাজার ও ইউনিয়ন তহশিলদার ব্রাহ্মনবাজার বরাবরে অভিযোগ দায়ের করা হলেও অবৈধ দখলকারীরা এসব অভিযোগকে পাত্তাই দিচ্ছেনা বলে এলাকাবাসীর অভিযোগ।
শনিবার (১১মার্চ) প্রতিবেদকসহ প্রতিনিধি দল ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করতে গেলে দেখা যায়, হিঙ্গাজিয়া মৌজার ২নং সিটের ৩৭০১,৩৬৯৮,৩৭১৮ ও ৩৭৯৭ দাগের মধ্যবতী সরকারী রাস্তার কোন জায়গাতেই ম্যাপ মাফিক প্রস্তে রামÍা নেই।এলাকাবাসীর অনেকেই রাস্তা জায়গা দখল করে বাড়ীর সীমানা প্রাচীর তৈরী করেছেন। ৩৭১৯ দাগে রাস্তা ১৮.৫ ফুট প্রস্তা থাকার কথা থাকলেও সেখানে রাস্তার প্রস্ত আছে মাত্র ১৩ ফুটের মতো। রাস্তার অবশিষ্ট জায়গা পার্শবর্তী বাড়ীর মালিক তাহির আলী দখল করে সীমানা প্রাচির নির্মান করেছেন।
ঘটনাস্থলে প্রতিনিধি দলের সাথে এলাকাবাসীর পক্ষে কথা বলেন মোঃ নামর আলী, স্বপন দেবনাথ, শাহীন আহমদ,কাওসার আহমদ, রাফি মিয়া, মায়া মিয়া,আবুল কালাম, লাকি মিয়া প্রমুখ। তাদের অভিযোগ সরকারী রাস্তাটি রেকর্ড লংঘন করে জবর দখল করা হচ্ছে। এলাকা বাসীর দাবী রাস্তাটি যেন রেকর্ড মাফিক থাকে।
এ বিষয়ে অভিযোগ কারীদের পক্ষে মোঃ নামর আলী বলেন, ”রাস্তাটির জবর দখল কোন ভাবেই রোধ করা যাচ্ছেনা। রাতের আধারে দেয়াল তৈরী করে রাস্তা দখল করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়া, সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়া, অফিসার ইনচার্জ কুলাউড়া, চেয়ারম্যান ব্রাহ্মনবাজার ও ইউনিয়ন তহশিলদার ব্রাহ্মনবাজার বরাবরে অভিযোগ দায়ের করা হলেও অবৈধ দখলকারীরা এসব অভিযোগকে পাত্তাই দিচ্ছেনা, কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা।”
ইউনিয়ন ভূমি তহশিলদার মোটো ফোনে বলেন, তাহির আলীকে কে ফোন করে সীমানা প্রাচীর নির্মান না করা জন্য অনুরোধ করা হয়েছে এবং সার্ভে করে সীমানা ঠিক করে দেয়ার প্রতিশ্রæতি দেয়া হলেও শোনেছি রাস্তার পার্শবর্তী তাহির আলী রাতের আধারে প্রাচীর নির্মান করেছেন। এ বিষয়ে শীঘ্রই সার্ভে পরচিালনা করা হবে।
ইউনিয়নের ওয়ার্ড সদস্য সাইস্তা মিয়া বলেন, এসিল্যান্ড সহেবের নির্দেশনা মাফিক চেয়ারম্যান সাহেব রাস্তাটির সীমানা ঠিক করে দিয়েছেন। কেউ তা অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।