শিরোনাম

সৌদিতে ২১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহের ব্যবধানে ২১ হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছে। দেশটির বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৩ থেকে ২৯ জানুয়ারির মধ্যে এই অভিবাসীদের আটক করা হয় বলে জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১৩ হাজার ৮৮৩ জন, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের কারণে ৪ হাজার ৬৬৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের সময় ১ হাজার ৪৭৭ জন গ্রেফতার হন, যাদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে, সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর চেষ্টা করার সময় ৯০ জনকে আটক করা হয়। পাশাপাশি, পরিবহন আইন ভঙ্গের অভিযোগে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের প্রবেশে সহযোগিতা, পরিবহন বা আশ্রয় প্রদান করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। পাশাপাশি, দোষী ব্যক্তির সম্পত্তি ও যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।