ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার পেয়েছেন আজীবন সম্মাননা। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু সম্মাননায় ভূষিত করা হয়।
টেন্ডুলকার এই পুরস্কার পাওয়া ৩১তম ক্রিকেটার। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে, যা দুই ফরম্যাটেই সর্বোচ্চ।
ওয়ানডেতে তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান, আর টেস্ট ক্রিকেটে করেছেন ১৫ হাজার ৯২১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরির মালিকও তিনি।
গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে হাফ সেঞ্চুরি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।
একই অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার ‘পলি উমরিগড়’ অর্জন করেছেন পেসার যশপ্রীত বুমরাহ। মেয়েদের ক্রিকেট ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা।