আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃশা ও সানিকের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় নিকি প্রসাদের দল।
রোববার (২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের বায়ামাস ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই চাপে পড়ে তারা, দলীয় ২০ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ভারতীয় বোলারদের দাপটে কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে সক্ষম হন, যার মধ্যে সর্বোচ্চ ২৩ রান করেন মাইকি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে ৮২ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে গঙ্গাদি তৃশা ৩টি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানেই ওপেনার কামালিনিকে হারায় ভারত। তবে এরপর তৃশা ও সানিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ ছাড়াই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তৃশা, আর সানিকে অপরাজিত থাকেন ২৬ রানে। ভারত ৫২ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে।
উল্লেখ্য, এটি ভারতের টানা দ্বিতীয় শিরোপা। ২০২৩ সালের আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী আসর ২০২৭ সালে অনুষ্ঠিত হবে, যা যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।