শিরোনাম

সৌদি যুবরাজের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে আল-শারার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি সফরের সময় সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানিও ছিলেন।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রিয়াদের একটি অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে করমর্দন করছেন আহমেদ আল-শারা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ।

এসপিএ জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে, গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দামেস্ক সফরে আল-শারার সঙ্গে বৈঠক করেন।

গত ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমেদ আল-শারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকার গঠনের পর থেকে তিনি আরব ও পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দামেস্ক সফরে গিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছিলেন, সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সৌদি আরব ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে।