২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে খেলার দোরগোড়ায় রয়েছে আর্জেন্টিনা। তবে এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়াই। লিওনেল মেসির দল যে কোনোভাবেই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না।
তবে ম্যাচের আগে আর্জেন্টিনা বড় এক ধাক্কা খেয়েছে। চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে একাদশে পাওয়া যাবে না। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তিনি অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়েছেন, যার ফলে পুরো মৌসুম থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে গিয়ে ম্যাচের ৮২তম মিনিটে ইসমাইলা সারের সঙ্গে সংঘর্ষে চোট পান মার্তিনেজ। ইউনাইটেড এখনো তার চোটের মাত্রা নির্ধারণ করেনি, তবে জানিয়েছে, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার ২০২২ সালের পর থেকে একের পর এক বড় চোটের শিকার হয়েছেন। ২০২৩ সালে মেটাটার্সাল হাড়ে চিড় ধরা পড়ে, যার ফলে এক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। ২০২৪ সালে লিগামেন্টের চোটের কারণে দু’টি ম্যাচ খেলতে পারেননি। এবার ২০২৫ সালেও তাকে নতুন চোটের মুখে পড়তে হলো।
শুধু মার্তিনেজ নয়, চোট সমস্যায় রয়েছেন আরও এক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার, টটেনহামে খেলা ক্রিশ্চিয়ান রোমেরোও। ডিসেম্বরে হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, যা তাকে আর্জেন্টিনা দলে অনিশ্চিত করে তুলেছে। স্কালোনির তাই বিকল্প ভাবতে হবে, যেখানে বর্ষীয়ান ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির সঙ্গে ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে রক্ষণভাগে, আর বেঞ্চে থাকতে পারেন ভালেন্তিন গোমেজ।
আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে পরবর্তী ম্যাচ খেলবে ২১ মার্চ, যেখানে উরুগুয়ের বিপক্ষে মন্তেভিদিওতে মাঠে নামবে তারা। এরপর ২৫ মার্চ নিজেদের মাঠ এস্তাদিও মনুমেন্তালে মুখোমুখি হবে ব্রাজিলের।
২০২৬ বিশ্বকাপের জন্য অনেক দলই ইতোমধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। আর্জেন্টিনাও সেই পথে অনেকটাই এগিয়ে আছে। কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে থাকা দলটি যদি ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ছয় পয়েন্ট অর্জন করতে পারে এবং অন্য ফলাফল অনুকূলে আসে, তাহলে প্রায় ১৫ মাস আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।