শিরোনাম

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। তাদের কর্মসূচি অনুযায়ী, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা শহরের বিভিন্ন মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করবে সংগঠনটি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে সংগঠনটি উল্লেখ করেছে, বাংলাদেশের ছাত্রদের ওপর সংঘটিত নৃশংস গণহত্যার পরও একজন নেতা দিল্লীতে বসে ভাষণ দিচ্ছেন, যা চরম ধৃষ্টতা। এই নির্লজ্জতার প্রতিবাদে সংগঠনটি আগামীকাল (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায়, যখন ওই ভাষণ দেওয়ার কথা, তখন ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার প্রামাণ্যচিত্র, ভিডিও ও ছবি প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়া, সংগঠনটি সবাইকে আহ্বান জানিয়েছে, দেশের প্রতিটি বাজার, মোড় ও জনসমাগমস্থলে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করতে।

সংগঠনটি আরও বলেছে, তারা আশা করে যে গণমাধ্যমগুলোও ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে বিশেষ প্রতিবেদন ও বুলেটিন প্রচার করবে এবং ছাত্র ও সাধারণ মানুষের পাশে থাকবে।