কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথমার্ধেই দুবার এগিয়ে গিয়েও রিয়ালকে লড়াই করতে হয় লেগানেসের প্রতিরোধের বিপরীতে। খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখন নির্ধারিত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে তারা।
১৮তম মিনিটে লুকা মদ্রিচ রিয়ালের হয়ে প্রথম গোল করেন। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান এই ক্রোয়াট তারকা।
২৫তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক। সতীর্থের পাস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারের পা ছুঁয়ে বল পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন তিনি।
৩৯তম মিনিটে পেনাল্টি থেকে হুয়ান ক্রুস গোল করলে লেগানেস ব্যবধান কমিয়ে নেয়। এরপর ৫৯তম মিনিটে আবারও গোল করেন ক্রুস, ফলে ম্যাচে সমতা ফেরে।
শেষ মুহূর্তে অবশ্য রিয়াল মাদ্রিদই জয় ছিনিয়ে নেয়। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্রাহিম দিয়াজের ক্রসে হেড করে গোল করেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া, যা নিশ্চিত করে তাদের সেমিফাইনালের টিকিট।