মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফলে রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বীরেন সিং।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “মণিপুরের মানুষের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। রাজ্যের উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞ।”
সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবকে ফাঁস হওয়া একটি অডিও টেপের বিশ্লেষণ প্রতিবেদন জমা দেওয়ার পাঁচ দিনের মাথায় বীরেন সিং তার পদত্যাগপত্র জমা দিলেন। ওই অডিওতে তাকে রাজ্যের জাতিগত সহিংসতার বিষয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।
এদিকে, কংগ্রেস বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল, যা ভোটাভুটির মাধ্যমে সরকারের পতনের কারণ হতে পারত। এমন পরিস্থিতিতে বীরেন সিংয়ের সামনে পদত্যাগ ছাড়া আর কোনও বিকল্প ছিল না। অমিত শাহের সঙ্গে বৈঠকে এ বিষয়টি তাকে স্পষ্টভাবে জানানো হয়।
গত দেড় বছরেরও বেশি সময় ধরে মণিপুরে জাতিগত সহিংসতা চলছিল, যেখানে বহু প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল।
গত বছরের শেষ দিনে তিনি মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ২০২৫ সালের মধ্যে তিনি রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবেন। কিন্তু তার সেই প্রতিশ্রুতির এক মাসের মাথায়ই তিনি পদত্যাগ করলেন।